বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা
জমজমাট প্রচারণা চট্টগ্রামে

প্রচারণার জন্য সমান সুযোগ চাই : শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রচারণার জন্য সমান সুযোগ চাই : শাহাদাত

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গতকাল প্রচারণা চালান বিএনপির প্রার্থী ডা. শাহাদাত -বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রাম সিটি নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ চাইলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা, শাহাদাত হোসেন। গতকাল সকালে তিনি গণসংযোগকালে এ দাবি করেন। গণসংযোগকালে ডা. শাহাদাত বলেন, নগরীর বিভিন্ন এলাকা থেকে খবর পাচ্ছি প্রশাসন আমাদের নেতা-কর্মীদের ওপর বিমাতাসুলভ আচরণ করছে। ভোটের মাঠে সবাইকে সমান সুযোগ করে দিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আহ্বান জানাচ্ছি। আমাদের নেতা-কর্মীদের ভোটের মাঠে হয়রানি করলে আমরা বসে থাকব না। কর্মসূচি দিতে বাধ্য হব। তিনি বলেন, ভোট কেন্দ্রে সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হবে যাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বুথে গিয়ে  জোরপূর্বক ভোট দিতে না পারে। সকালে নগরীর বহদ্দারহাট হক মার্কেট এলাকায় পথসভার মাধ্যমে নির্বাচনী গণসংযোগ শুরু করেন ডা. শাহাদাত। এরপর তিনি ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের খাজা রোড, চৌধুরী স্কুল, ইলিয়াছ মেম্বারের বাড়ী,  গোলাম আলী নাজির বাড়ী, সানোয়ারা আবাসিক, বরিশাল বাজার, সিএনবি মোড়, মৌলভী পুকুর পাড়, শরাপত উল্লাহ পেট্রলপাম্প, পশ্চিম ষোলশহরসহ আশপাশের এলাকায় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহাবুবুল আলম, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইস্কান্দর মির্জা প্রমুখ।বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ভোটযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির জন্য পথে নেমেছি। ২৯ মার্চ বিজয়ী হয়ে এ আন্দোলনের সফলতা নিয়ে ঘরে ফিরব ইনশা আল্লাহ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর