বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

সিলেট স্ট্যান্ড উচ্ছেদের চেষ্টা মেয়রের, শ্রমিকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীর চৌহাট্টায় মাইক্রোবাসের স্ট্যান্ড উচ্ছেদ করতে গিয়ে শ্রমিকদের তোপের মুখে পড়েছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শ্রমিকদের বাধায় উচ্ছেদে যাওয়া নগর ভবনের কর্মীরা ফিরে আসেন। পরে পরিবহন শ্রমিকরা চৌহাট্টা-আম্বরখানা সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিকদের অভিযোগ স্ট্যান্ড উচ্ছেদের নামে মেয়রের নেতৃত্বে সিটি করপোরেশনের কর্মচারীরা তাদের গাড়ি ভাঙচুর করেছেন। তবে মেয়র অভিযোগ অস্বীকার করে বলেছেন অবৈধ স্ট্যান্ড টিকিয়ে রাখতে শ্রমিকরা মিথ্যাচার করছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল ১১টার দিকে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিটি করপোরেশনের একটি দল নগরীর চৌহাট্টার মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদে যান। এ সময় করপোরেশনের একজন কর্মচারী লাঠি দিয়ে একটি প্রাইভেট কারের গ্লাস ভেঙে ফেলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। তারা উচ্ছেদ অভিযানে বাধা দেন। বাকবিতণ্ডার একপর্যায়ে কর্মচারীদের নিয়ে ফিরে আসেন মেয়র। এরপর প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। বেলা ১টার দিকে শ্রমিকরা ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মেয়র ও সিটি করপোরেশনের কর্মচারীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ তুলেন। তারা গাড়ি ভাঙচুরের ক্ষতিপূরণও দাবি করেন। সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা দেড়টার দিকে শ্রমিকদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করায় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, চালকরা চৌহাট্টার সিভিল সার্জন ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখায় যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া অবৈধ স্ট্যান্ডের কারণে ওই জায়গায় রাস্তা সম্প্রসারণের কাজও করা যাচ্ছে না।

গত এক মাস ধরে তাদেরকে ওই স্থানে গাড়ি রাখতে নিষেধ করা হচ্ছে। কিন্তু তারা তা মানছেন না। গতকাল গাড়ি সরানোর কথা বলায় তারা সিটি করপোরেশনের কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর