বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

নজরদারিতে বেশিরভাগ কাউন্সিলর প্রার্থী

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের বড় একটি অংশ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার নজরদারিতে রয়েছেন। তারা দখলদারিত্ব, সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামি, রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ দেওয়া, মাদক ব্যবসায়ী, টেন্ডারবাজ, কিশোর গ্যাং লিডার, পাহাড় ও সড়ক দখল করে অবৈধ দোকান-বাড়ি নির্মাণ, অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহারসহ নানা অপরাধে যুক্ত। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায়ও অনেকে তথ্য গোপন করেছেন বলে অভিযোগ উঠেছে। এই তালিকায় বেশির ভাগই আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী। বিএনপিরও কয়েকজন রয়েছেন। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিকের রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান বলেন, প্রার্থীদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে, সেটি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অনেকের বিষয়ে রোহিঙ্গাসহ নানা ইস্যুতে তদন্ত চলছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছুই বলা যাবে না। চসিক নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্টেট ফাহমিদা আফরোজ বলেন, নির্বাচন সময়ে প্রার্থীরা কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করছেন কিনা- নানা অনিয়ম রোধে কাজ করছি। এ ছাড়া নির্বাচন কমিশনের নিয়মতান্ত্রিকভাবেই এগিয়ে যাবে বলে জানান তিনি।

জানা গেছে, যেসব কাউন্সিলর প্রার্থী দুদকসহ বিভিন্ন্ গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছেন তাদের কয়েকজন হলেন-দক্ষিণ পাহাড়তলীর তৌফিক আহমদ চৌধুরী ও গাজী মো. শফিউল আজিম, ষোলশহরের মো. এয়াকুব, উত্তর পাহাড়তলীর মো. জহুরুল আলম জসিম, লালখান বাজারের এফ কবির মানিক, জামাল খানের শৈবাল দাশ সুমন, গোসাইডাঙ্গার সাইফুল আলম চৌধুরী, ফিরিঙ্গিবাজারের হাসান মুরাদ বিপ্লব, অনুপ বিশ্বাস, দেওয়ান বাজারের চৌধুরী হাসান মাহমুদ হাসনি, চান্দগাঁওয়ের এসরারুল হক এসরাল, উত্তর পতেঙ্গার জয়নাল আবেদীন, সরাইপাড়ার সাবের আহমেদ, দক্ষিণ আগ্রাবাদের এইচ এম সোহেল, পাঠানটুলীর আবদুল কাদের (মাছ কাদের), আলকরণের তারেক সোলায়মান সেলিম, জালালাবাদের সাহেদ ইকবাল বাবু, পাহাড়তলীর ওয়াসিম উদ্দিন ও রামপুরের আবদুস সবুর লিটন।

প্রসঙ্গত, এবার চসিক নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৫৬ জন এবং সাধারণ ওয়ার্ডে (পুরুষ) ১৬১ জন কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর