বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

১৭ মার্চ ডাকঘর সঞ্চয়ের সুদ হার ১১.২৮ শতাংশ কার্যকর হচ্ছে

মেয়াদি হিসাবের অটোমেশন কার্যক্রম উদ্বোধনকালে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ডাকঘর সঞ্চয় স্কিমের ১১.২৮ শতাংশ সুদ হার ১৭ মার্চ থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল সচিবালয়ে নিজ দফতরে ডাকঘর সঞ্চয় ব্যাংক ও মেয়াদি হিসাবের অটোমেশন কার্যক্রম উদ্বোধনকালে এ তথ্য জানান তিনি। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থ সচিব আবদুর রউফ তালুকদার, জাতীয় সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক সামছুন্নাহার বেগম, ডাক অধিদফতরের মহাপরিচালক সুধাংশ শেখর ভদ্র উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ১৭ মার্চ থেকে ডাকঘর সঞ্চয় ব্যাংকের সুদের হার ১১ দশমিক ২৮ শতাংশ চালু হচ্ছে। অর্থাৎ আগের অবস্থানে ফিরে যাবে। কালো টাকা এবং অতিরিক্ত বিনিয়োগ বন্ধে ডাকঘর সঞ্চয় ব্যাংকে অনলাইন (অটোমেশন) পদ্ধতি চালু করা হয়েছে। এতে এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দায়িত্ব না নিতেন তাহলে পোস্ট অফিস বলে কোনো কিছু আমরা দেখতে পেতাম না। পোস্ট অফিস কনসেপ্টটাই হারিয়ে গিয়েছিল। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার জন্য হলেও পোস্ট অফিসকে আমরা বাতিল করতে পারি না। পোস্ট অফিস না থাকলে গ্রামীণ জনগণ কোথায় টাকা রাখবে? অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ডাক বিভাগকে যুগোপযোগী করার পদক্ষেপ নিয়েছে সরকার। ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ ও মেয়াদি হিসাব অটোমেশন কার্যক্রমের উদ্বোধন তারই অংশ। সারা দেশে ডাক বিভাগের যে নেটওয়ার্ক রয়েছে তা অন্য কোনো বিভাগের নেই। কাজেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার যে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে কাজ করছে এটা তারই অংশ। আশা করছি ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ ও মেয়াদি হিসাব অটোমেশন হওয়ার পর সুবিধাভোগীদের সুবিধা আরও বাড়বে। অনুষ্ঠানে অর্থ সচিব আবদুর রউফ পাওয়ার পয়েন্টে ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ ও মেয়াদি হিসাব অটোমেশনের বিভিন্ন দিক তুলে ধরেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর