শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

শ্রেণিকক্ষেই চলবে জাতীয় সংগীতসহ অন্য কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে স্কুল-কলেজের প্রাত্যহিক সমাবেশ শ্রেণিকক্ষে আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে শ্রেণিকক্ষেই জাতীয় সংগীতসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির অধীন সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্ট সবাইকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হলো। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য অনুষ্ঠান যেগুলোয় জনসমাগম হয় সেগুলোর সূচি পুনর্বিন্যাস করে পরে আয়োজনেরও নির্দেশ দিয়েছে মাউশি। করোনাভাইরাস প্রতিরোধে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নির্দেশনা ও পরামর্শ অনুসরণ করতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর