শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

রেজাউলের চারপাশে এরা কারা

ফারুক তাহের, চট্টগ্রাম

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর মনোনয়ন নিশ্চিত হওয়ার পর থেকে তার চারপাশে এখন ঘুরঘুর করছেন কতিপয় সুবিধাবাদী ও সুযোগ সন্ধানী রাজনৈতিক কর্মী। যাদের বিরুদ্ধে ইতিপূর্বে চট্টগ্রামের ১৭ বছরের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কাছ থেকেও নানাভাবে আর্থিক ও রাজনৈতিক সুবিধা ভোগের অভিযোগ রয়েছে। মহিউদ্দিন পরবর্তী সময়ে তারাই বিএনপির দলীয় মনোনয়নে নির্বাচিত মেয়র এম মনজুর আলমের কাছ থেকেও টেন্ডার বাণিজ্য ও নানা ধরনের সুবিধা নিয়েছেন। বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গেও ওই সুবিধাভোগীরা বিগত প্রায় ৫ বছর অনেক গোপনে জোঁকের মতো লেগেছিলেন এবং সুবিধা ভোগ করেছেন মাসের পর মাস, বছরের পর বছর। সেই চিহ্নিত সুবিধাবাদী ও তদবিরবাজরা আ জ ম নাছির উদ্দিন মনোনয়ন বঞ্চিত হতে না হতেই জুটেছেন এম রেজাউল করিমের সঙ্গে। এ ধরনের রাজনৈতিক নেতা-কর্মীরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য অনেক সময় দায়িত্বশীল মেয়র এবং করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বিতর্কিত করে ছাড়েন বলে অভিযোগ রয়েছে।

এদিকে গত ৮ মার্চ প্রতীক বরাদ্দের পর থেকে আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগ শুরু হলে সুযোগ সন্ধানীদের দৌরাত্ম্য আরও বেড়ে যায় বলে জানালেন আওয়ামী লীগের দুর্দিনের কয়েকজন নেতা। তারা বলেন, গত কয়েকদিন ধরে প্রচারণায় আসায় ইতিমধ্যেই তারা বেশ পরিচিতি লাভ করে ফেলেছেন এবং সংশ্লিষ্টদের যে  মেসেজ দেওয়ার তা কৌশলে দিয়ে দিয়েছেন। এতে রেজাউল করিম চৌধুরী জয়লাভ করলে ভবিষ্যতে তারাই চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়রের আস্থাভাজন হিসেবে গায়ে সিল লাগিয়ে নিয়েছেন। ফলে টেন্ডার ও তদবিরবাজির ক্ষেত্রে তাদের এই পরিচিতি বেশ কাজে লাগতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর