শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

ড. কামালের আহ্বায়ক কমিটিতে এবার বাদ সাইয়িদ, সুব্রত

নিজস্ব প্রতিবেদক

ড. কামাল হোসনকে সভাপতি ও ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের  কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করেছে গণফোরাম। গতকাল দলটির সাধারণ সম্পাদক ড.  রেজা কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির পূর্ণাঙ্গ তালিকা গণমাধ্যমে পাঠানো হয়। সদস্যদের মধ্যে রয়েছেন ক্রমানুসারে মোকাব্বির খান এমপি, আ ও ম শফিকউল্লাহ, অ্যাডভোকেট আবদুল আজিজ, অ্যাডভোকেট মহসিন রশিদ, অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, অ্যাডভোকেট শান্তিপ্রদ ঘোষ, অ্যাডভোকেট জানে আলম, মেজবাহউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট সগির আনোয়ার, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, অ্যাডভোকেট সেলিম আকবর, মোশতাক আহমেদ প্রমুখ। তবে গত কমিটির দুই কার্যনির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ প্রেসিডিয়াম সদস্যদের অধিকাংশই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে নেই। দলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, কমিটির তালিকা  দেখলে বোঝা যাবে যারা গণফোরামের প্রতিষ্ঠালগ্ন  থেকে গণতান্ত্রিক রাজনীতি ও সুস্থ ধারার রাজনৈতিক চর্চা করে আসছিলেন এবং সংগঠনের ভালোর জন্য উচিত কথা বলতেন তাদের এই কমিটিতে রাখা হয়নি। এটা এক ব্যক্তির মনোচিন্তার একটি কমিটি বলে আমি মনে করি। কমিটিতে এমন অনেককে আনা হয়েছে যারা এই দলে দীর্ঘসময় ধরে নিষ্ক্রিয় ছিলেন। আর সক্রিয় নেতাদের অনেককে বাদ  দেওয়া হয়েছে। গত ৪ মার্চ পাল্টা-পাল্টি কমিটি বহিষ্কারের  প্রেক্ষাপটে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করেন ড. কামাল হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর