শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

সপ্তাহের শেষ দিনে বড় ধরনের দরপতন

অস্থির শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস আতঙ্কে অস্থির হয়ে উঠেছে শেয়ারবাজার। চলতি সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর গত সোমবার প্রায় ২৮০ পয়েন্ট কমে যায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক। পরের দুই দিন কিছুটা উত্থান হলেও গতকাল আবারও বড় ধরনের দরপতন হয়েছে। দুই দিন উত্থানে সূচক বেড়েছিল ২২৩ পয়েন্ট। গতকাল ১০২ পয়েন্ট নিয়ে সপ্তাহে মোট দরপতন হয়েছে ৩৮২ পয়েন্ট। সপ্তাহের হিসাবে এক সপ্তাহে সূচক কমেছে ১৫৯ পয়েন্ট। এদিকে শেষ দিনের লেনদেনে বাজার মূলধন কমেছে ৬ হাজার কোটি টাকার বেশি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি পতনে ডবল সেঞ্চুরি পূর্ণ করেছে।

জানা গেছে, ডিএসইতে গতকাল লেনদেনের শুরুতে সূচক বাড়ে। বেশিক্ষণ উত্থান স্থায়ী না হয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০২ পয়েন্ট কমে ৪ হাজার ১৩০ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইর বাজার মূলধন ৬ হাজার ৩৫২ কোটি ৫৩ লাখ ১৮ হাজার টাকা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ৩৬২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার টাকা। ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৪২২ কোটি ৫১ লাখ টাকার। ডিএসইতে ৩৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৯৩টির এবং ২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে টাকার পরিমাণে সবচেয়ে বেশি অর্থাৎ ১৮ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ৫০ লাখ টাকর বিকন ফার্মা এবং তৃতীয় সর্বোচ্চ ১১ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। এ ছাড়া ডিএসইতে টপটেন লেনদেন থাকা অন্য কোম্পানির মধ্যে রয়েছে- গ্রামীণফোন, মুন্নু সিরামিক, স্কয়ার ফার্মা, সিলভা ফার্মা, ফার কেমিক্যাল, লাফার্জ হোলসিম ও খুলনা পাওয়ার। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৪৩ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৮টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। সিএসইতে ১১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর