শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

ডিএনএ ডাটাবেজে সবাইকে অন্তর্ভুক্তের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

দেশের সব মানুষকে ডিএনএ ডাটাবেজে (জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণ) অন্তর্ভুক্ত করার কাজ দ্রুতগতিতে সম্পন্নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অতিসত্বর শিশু অধিদফতর নামে নতুন অধিদফতর গঠন এবং প্রতিটি উপজেলায় শিশু একাডেমির শাখা সম্প্রসারণের সুপারিশ করা হয়।

জাতীয় সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। কমিটির সদস্য এ এম নাঈমুর রহমান, শবনম জাহান, লুৎফুন নেসা খান ও সৈয়দা রাশিদা বেগম অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর