শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

দুই প্রার্থীর দুই প্রতিশ্রুতি

উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন রেজাউল, ভাড়াটিয়ার স্বার্থ রক্ষা করবেন ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুই প্রার্থীর দুই প্রতিশ্রুতি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট চাইলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম। অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন ভাড়াটিয়ার স্বার্থ রক্ষার বিষয়ে ভোটারদের আশ্বস্ত করে ভোট চাইলেন। গতকাল গণসংযোগকালে প্রতিশ্রুতি দেন এ দুই মেয়র প্রার্থী। সকালে নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর গণসংযোগে বের হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। উত্তর পাঠানটুলী ওয়ার্ডে গণসংযোগের মাধ্যমে তিনি দিনের কার্যক্রম শুরু করেন। বায়তুশ শরফ মসজিদে জুমার নামাজ আদায় ও মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর ২৮ নম্বর পাঠানটুলী ও ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডে গণসংযোগ করেন। গণসংযোগকালে রেজাউল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে প্রতীক দিয়েছেন। এখন আপনারা প্রধানমন্ত্রীর প্রতীকে আস্থা রেখে আমাকে নির্বাচিত করুন। নির্বাচিত হলে চট্টগ্রামের উন্নয়নে নিজেকে নিয়োজিত করব। চট্টগ্রামে যে উন্নয়ন হচ্ছে সে ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর প্রতীকে আপনারা ভোট দিন।’ অন্য দিকে নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। সকাল থেকে ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডের সল্টগোল ক্রসিং, ঈশান মিস্ত্রিহাট, পুরাতন                 ডাকঘর, নিশ্চিন্তপাড়া, বাকের আলী ফকিরের টেক, ওমর শাহ্ পাড়া, কলসিদিঘি, ইপিজেড ঝনক প্লাজাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ। পথসভায় ডা. শাহাদাত বলেন, ‘নগরের ভোটারের ৬০ শতাংশই ভাড়াটিয়া। এদের স্বার্থ রক্ষায় কাজ করব। গণপরিবহন উন্নত ও পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা করা হবে।’ ডা. শাহাদাত বলেন, ‘নির্বাচিত হলে সিটির উন্নয়নে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করব। মেয়র নির্বাচিত হলে নগরের উন্নয়নে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেব।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর