শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

খুলনায় ভুলে ভরা শিশুর জন্মনিবন্ধন!

৮০ শতাংশ জন্মসনদেই ভুল, বিপাকে অভিভাবকরা

সামছুজ্জামান শাহীন, খুলনা

পেশাগত দক্ষতার অভাব ও উদাসীনতার কারণে খুলনায় ৮০ শতাংশ শিশুর জন্মনিবন্ধনে ভুল তথ্য থাকার অভিযোগ উঠেছে। অধিকাংশ ক্ষেত্রে শিশুর নাম, বয়স ও বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে জন্মসনদে থাকা তথ্যের মিল নেই। চলতি বছরে খুলনা সদরের প্রাথমিক স্কুলগুলোতে প্রায় ৭৩ হাজার শিক্ষার্থীর তথ্য যাচাই-বাছাইকালে ভয়াবহ এ চিত্র ধরা পড়ে। এতে মাধ্যমিকে জেএসসি পরীক্ষায় ফরম ফিলাপ করতে গিয়ে বিপাকে পড়ছেন অভিভাবকরা। জানা যায়, অনলাইনে ডাটাবেজ তৈরির জন্য ২০০৭ সাল থেকে খুলনায় পাইলট প্রকল্পের আওতায় জন্ম নিবন্ধন শুরু হয়। এ জন্য প্রতিটি ওয়ার্ডে আলাদা বার্থ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি প্রাথমিক স্কুলগুলোতেও নিবন্ধন ফরম সরবরাহ করা হয়। তবে উদাসীনতার কারণে ভুল তথ্যে জন্ম নিবন্ধন হওয়ায় খেসারত দিতে হচ্ছে ভোগান্তিতে পড়া শিক্ষার্থী ও অভিভাবকদের। শিক্ষকরা জানান, জন্মসনদ অনুযায়ী এক শিক্ষার্থীর পিতার নাম ‘মো. শাহজাহান                 কবিরাজ’ থাকলেও জাতীয় পরিচয়পত্রে নাম ‘সাহাজান কবিরাজ’। আরেক শিক্ষার্থীর জন্মসনদে মায়ের নাম ‘হাসনা’ থাকলেও জাতীয় পরিচয়পত্রে নাম ‘হাসনা হেনা বেগম’। এভাবে প্রতিদিন নাম ও বয়স সংশোধনের অসংখ্য আবেদন জমা পড়ছে। খুলনা সদর থানা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো. নুরুল ইসলাম বলেন, স্কুলে শিশুর ভর্তির সময় অভিভাবকরা অনেক ক্ষেত্রে নিজেদের নিক নেম (ডাক নাম) ব্যবহার করেছেন। কিন্তু আইডি কার্ডে তাদের পুরো নাম দেওয়া রয়েছে। ফলে আইডি কার্ডের সঙ্গে শিশুর জন্ম সনদের মিল নেই। তিনি বলেন, প্রায় ৭৩ হাজার শিক্ষার্থীর তথ্য যাচাই-বাছাইকালে ৮০ শতাংশ জন্মসনদে ভুল ধরা পড়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর