শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা আতঙ্ক উপেক্ষা করে নৌকা-ধানের শীষের প্রচার

ঢাকা-১০ আসনে উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১০ আসনের (ধানমন্ডি) উপনির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির দুই প্রার্থীই জয়ের জন্য মরিয়া। করোনাভাইরাস আতঙ্ক উপেক্ষা করে দুই দলের প্রার্থীই গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন গতকাল ২২নং ওয়ার্ড, লেদার   টেকনোলজি স্টাফ কোয়ার্টারের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে ইতিমধ্যেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। করোনাভাইরাসের জন্য আমরা বড় ধরনের কোনো নির্বাচনী প্রচার বা সভা-সমাবেশ করছি না। নির্বিঘেœ সবাই  ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। তিনি বলেন, হাজারীবাগের সমস্যাগুলো ইতিমধেই চিহ্নিত করা হয়েছে। এই আসনের সাবেক সংসদ সদস্য এখন নির্বাচিত মেয়র। আমরা সমন্বিতভাবে তার অসমাপ্ত কাজগুলো শেষ করব। নির্বাচনী প্রচারের নামে যেন  কোনো ধরনের জনদুর্ভোগের সৃষ্টি না হয় সেদিকেও আমরা বিশেষভাবে খেয়াল রাখছি। এদিকে ঢাকা-১০ সংসদীয়  আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম বলেন, জনগণের প্রত্যাশা ও তাদের প্রয়োজন চিহ্নিত করা হয়েছে, এখন সুযোগের অপেক্ষা। রাজধানীর ঝিগাতলার গাবতলা মসজিদের সামনে গণসংযোগপূর্ব পথসভায় এ কথা বলেন বিএনপি মনোনীত প্রার্থী।  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সমস্যাগুলো চিহ্নিত করেছি। এলাকায় মাদক ছড়িয়ে গেছে। রাস্তাঘাট সরু। ফুটপাথ নেই। আমি নির্বাচিত হলে সমস্যার সমাধান করব। শেখ রবিউল আলম অভিযোগ করে বলেন, প্রচারে  আওয়ামী লীগের প্রার্থী ব্যানার-ফেস্টুন ব্যবহার করছেন, মাইক ব্যবহার করছেন। বিধি অনুযায়ী যেখানে প্রতি ওয়ার্ডে একটি নির্বাচনী অফিস ব্যবহার করার কথা,  সেখানে তিনি একাধিক অফিস ব্যবহার করছেন। ফুটপাথ দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করছেন। এগুলো সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। কিন্তু ইসি কোনো ব্যবস্থাই নিচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর