শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে ব্যবসায়ী খুনের ঘটনায় এক সন্দেহভাজন আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে ব্যবসায়ী খুনের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।  বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, তারা সিসি ক্যামেরার ফুটেজ ছাড়াও বিভিন্ন বিষয় মাথায় রেখে তদন্ত চালাচ্ছেন। কয়েকজনকে চিহ্নিতও করেছেন। হত্যার ক্লু বের করার চেষ্টা চালাচ্ছেন। তবে একজনকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করতে পারে। উল্লেখ্য, গত বুধবার ভোরে  শেহজাদ খান (৪৫) নামের ব্যবসায়ীকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর হোটেল সুইট ড্রিমের সামনে থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। পরে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নের পাশাপাশি ভিতরে অ্যালকোহল পাওয়া গেছে। তার হার্টও বড়। শরীরের বিভিন্ন অংশ সংগ্রহ করে ভিসেরার জন্য পাঠানো হয়েছে। এসবের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাবে না। শেহজাদকে হত্যা করা হয়েছে অভিযোগ এনে তার বড় ভাই কামাল হোসেন বনানী থানায় একটি মামলা করেন।

কিশোরগঞ্জ বাজিতপুর থানার ভাগলপুর গ্রামে শেহজাদের বাড়ি। সেখানেই বৃহস্পতিবার বিকালে তার দাফন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর