শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫সহ ছয় দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

বেকারভাতা প্রদান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা, আবেদন ফি কমানোসহ ছয় দফা দাবিতে গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বেকারমুক্তি আন্দোলন। এতে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ যোগদান করে। মানববন্ধন থেকে ছয় দফা দাবি তুলে ধরেন বেকারমুক্তি আন্দোলনের প্রধান সমন্বয়ক রাজ্জাক সজীব। অন্য দফার মধ্যে রয়েছে-           বিভাগীয় ও জেলা শহরে নিয়োগ পরীক্ষা নেওয়া, তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকা প্রারম্ভিক ঋণ সুবিধা প্রদান।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন ১ কোটি ৫০ লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারকে তা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানান বক্তারা। এ ছাড়া বিদেশে টাকা পাচার, শেয়ারবাজার ও ব্যাংকিং খাতের অনিয়ম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বেকারমুক্তি আন্দোলনের অন্যতম সমন্বয়ক তরিকুল ইসলাম। তিনি অবিলম্বে সরকারকে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় দেশের ১ কোটি শিক্ষিত বেকারসহ মোট ৪ কোটি ৮২ লাখ বেকারকে ঐক্যবদ্ধ করে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বেকারমুক্তি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য কবি রাসেল আহমেদ, আলিয়া হাসান ছোঁয়া, বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক মুজাম্মেল মিয়াজি, আল আমিন রাজু, সুরাইয়া ইয়াসমিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর