রবিবার, ১৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

হজ গমনেচ্ছুদের আজ থেকে হজবুথ সেবা দেবে পাসপোর্ট অধিদফতর

নিবন্ধনের সময় বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

হজ গমনেচ্ছুদের জন্য পাসপোর্টের হজবুথ নামে আজ নতুন সেবা করছে বাংলাদেশ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতর। হজ পালনের লক্ষ্যে চলতি বছর যারা মক্কা ও মদিনায় যাবেন তাদের পাসপোর্ট সেবা সহজ করতে রাজধানী ঢাকাসহ সারা দেশে পাসপোর্টের আঞ্চলিক অফিসগুলোতে এই সেবা দেওয়া হবে। হজ মৌসুম ছাড়াও এসব বুথে সেবা পাবেন দেশের জ্যেষ্ঠ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে হজে নাম নিবন্ধনের সময় ১০ দিন বাড়ছে। আজ ১৫ মার্চ এ সময় শেষ হওয়ার কথা। গতকাল পর্যন্ত মাত্র ১ হাজার ৫০০ জন নাম নিবন্ধন করেছেন। আজ ধর্ম মন্ত্রণালয় থেকে সময় বাড়ানোর বিষয়ে ঘোষণা করা হবে। গত বৃহস্পতিবার এ বিষয়ে নথি উপস্থাপন করা হয়।

এ বছর হজ পালনে বাংলাদেশ থেকে ১ লাখ ৩৭ হাজার জনের কোটা রয়েছে। পাসপোর্ট অফিস সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে এই বুথ সেবা চালু করা হয়েছে। এ বিষয়ে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, হজ গমনেচ্ছুকদের পাসপোর্ট পেতে যেন ভোগান্তির শিকার হতে না হয় সেজন্য এ কার্যক্রম শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর