রবিবার, ১৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

পুলিশকে থাপ্পড় মারায় গাজীপুর সিটির নারী কাউন্সিলর আটক

গাজীপুর প্রতিনিধি

পুলিশকে থাপ্পড় মারায় গাজীপুর সিটির নারী কাউন্সিলর আটক

পুলিশের দুজন কনস্টেবলকে গালাগাল ও থাপ্পড় মারায় গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর রুহুন নেসাকে আটক করা হয়েছে। তিনি সংরক্ষিত ৩১, ৩২, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক। চান্দনা চৌরাস্তায়  ট্রাফিক আইন লঙ্ঘনকে কেন্দ্র করে গতকাল দুপুরে এ ঘটনা ঘটেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক (উত্তর) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানান, কাউন্সিলর রুহুন নেসা বেলা দেড়টার দিকে ট্রাফিক নির্দেশনা উপেক্ষা করে গাড়ি চালাচ্ছিলেন। কর্তব্যরত দুই ট্রাফিক পুলিশ বাধা দিলে তিনি গাড়ি থেকে নেমে তাদের অশ্লীল গালাগাল শুরু করেন। একপর্যায়ে তাদের থাপ্পড় মারেন। এতে হতবিহ্বল হয়ে পড়েন দুই কনস্টেবল। পরে গাড়িসহ রুহুন নেসাকে চান্দনা পুলিশ বক্সে নেওয়া হয়। বেলা ২টার দিকে তাকে বাসন থানায় সোপর্দ করা হয়। বাসন থানার ওসি চৌধুরী এ কে এম কাউসার আহম্মেদ জানান, দায়িত্ব পালনের সময় পোশাক-পরা অবস্থায় দুই পুলিশ সদস্যকে থাপ্পড় মারেন কাউন্সিলর রুহুন নেসা। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর