রবিবার, ১৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

অবশেষে পুরান ঢাকা থেকে সরছে রাসায়নিক গুদাম

টঙ্গীতে নির্মাণকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক

নিমতলী বা চুড়িহাট্টার মতো ভয়াবহ অগ্নিদুর্ঘটনা রোধে অবশেষে পুরান ঢাকা থেকে সরানো হচ্ছে কেমিক্যাল গুদাম। এ লক্ষ্যে গাজীপুরের টঙ্গীর কাঁঠালদিয়ায় ৬ একর জায়গাজুড়ে অস্থায়ী কেমিক্যাল গুদাম নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ৯১ কোটি ৭৪ লাখ ৪৬ হাজার টাকা। গতকাল এ প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। অপেক্ষাকৃত কম জনঘনত্বপূর্ণ এলাকায় কেমিক্যাল গুদাম নির্মাণ করা হচ্ছে। ২০১০ সালের ৩ জুন রাজধানীর নিমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১২৩ জন প্রাণ হারান। আহত হন কয়েক শ মানুষ। এ ঘটনার পর রাজধানী ঢাকা থেকে কেমিক্যাল গুদাম সরিয়ে নিতে আদেশ দেয় হাই কোর্ট। ওই আদেশ বাস্তবায়নের আগেই গত বছরের ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ফের ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এ ঘটনায় ৬৭ জন নিহত হন। এরপর নয় বছর আগে হাই কোর্টের দেওয়া আদেশ নিয়ে ফের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়; যার পরিপ্রেক্ষিতে কেমিক্যাল গুদাম টঙ্গীতে স্থানান্তর করা হচ্ছে। প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বক্তব্য দেন প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। উদ্বোধনী এ অনুষ্ঠানে শিল্প সচিব আবদুল হালিমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন প্রকল্প পরিচালক মনিরুজ্জামান খান, বিএসইসি চেয়ারম্যান রইছ উদ্দিন প্রমুখ।

শিল্পমন্ত্রী বলেন, রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার সাময়িকভাবে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর স্থায়ী সমাধানের জন্য মুন্সীগঞ্জে বিসিক কেমিক্যাল শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, এ শিল্পনগরী স্থাপনের পরপরই অস্থায়ী গুদাম থেকে রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীদের স্থায়ীভাবে সরিয়ে মুন্সীগঞ্জে নিয়ে যাওয়া হবে। তখন কাঁঠালদিয়ার এই অস্থায়ী গুদাম ও স্থাপনা বিএসইসির অঙ্গপ্রতিষ্ঠান ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেড ব্যবহার করবে। এ প্রকল্প বাস্তবায়নের ফলে পুরান ঢাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে। প্রকল্প এলাকায় ৫৩টি অস্থায়ী গুদাম, ভূমি উন্নয়ন, মাটি ভরাট, ১ লাখ গ্যালন ধারণ ক্ষমতাসম্পন্ন একটি ওভারহেড ও একটি আন্ডারগ্রাউন্ড পানির ট্যাংক নির্মাণ, বৈদ্যুতিক সাবস্টেশন, ট্রান্সফরমার, জেনারেটর, ফায়ার হাইড্র্যানন্টসহ স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপকব্যবস্থা স্থাপন করা হবে। সংযোগ রাস্তার আরসিসি ড্রেন, সীমানাপ্রাচীর নির্মাণসহ আনুষঙ্গিক কাজ করা হবে বলে জানান মন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর