রবিবার, ১৫ মার্চ, ২০২০ ০০:০০ টা
গোলটেবিল বৈঠক

সব ব্যাংকে দেশীয় সিবিএস ব্যবহার করার তাগিদ

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছরেই সবগুলো ব্যাংকে দেশীয় ‘কোর ব্যাংকিং সফটওয়্যার’ (সিবিএস) ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা।

তারা বলেছেন, সরকার আগামী ২০২৫ সালের মধ্যে সফটওয়্যার রপ্তানি করে ৫০০ কোটি ডলার আয় করার লক্ষ্যমাত্রা ঠিক করলেও বেশির ভাগ ব্যাংক এখনো বিদেশি সফটওয়্যার ব্যবহার করছে। দেশে এখন ৬৩টি ব্যাংক রয়েছে। যার মধ্যে ৬০ শতাংশই বিদেশি কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার হয়। গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কনফারেন্স রুমে আয়োজিত ‘দেশীয় কোর ব্যাংকিং সফটওয়্যার শিল্পের উন্নয়নে করণীয়’ শিরোনামে কালের কণ্ঠ ও সিটিও ফোরাম বাংলাদেশের গোলটেবিল বৈঠকে এসব বলেন প্রযুক্তিবিদরা। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, বেসিসের পরিচালক ও ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সিস্টেমস ম্যানেজার মুহাম্মদ ইসহাক মিয়া, সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকারসহ অন্যরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর