সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

নির্বাচন এলেই প্রার্থী হন তারা!

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

যে কোনো নির্বাচনেই ভোটের মাঠে থাকেন চট্টগ্রামের বেশ কজন রাজনৈতিক নেতা। জাতীয় সংসদ নির্বাচন, মেয়র নির্বাচন, উপনির্বাচনÑ এসব নির্বাচনে প্রার্থী হতে ভুলেন না এই নেতারা। বড় দলের সঙ্গে প্রতিবারই তারা নানা নির্বাচনে অংশগ্রহণ করে থাকেন। তবে দলের নেতারা বলছেন, দলের সিদ্ধান্ত মোতাবেক যোগ্য ও ত্যাগী নেতা বিবেচনা করে এবার তাদের চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে।   প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে দুই হেভিওয়েট দল- আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী ছাড়াও ছোট চারটি দলের প্রার্থী রয়েছেন। তারা হচ্ছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি জান্নাতুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব এম এ মতিন, ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহেদ মুরাদ ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আবুল মনজুর। তাছাড়া জাতীয় পার্টি থেকে সোলায়মান আলম শেঠও মনোনয়ন ফরম সংগ্রহ করে প্রত্যাহারের শেষ সময়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। সোলায়মান শেঠও একাধিকবার এমপি ও মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি জান্নাতুল ইসলাম বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে এমপি নির্বাচন করেছি। এবার মেয়র পদেও দলের পক্ষ থেকে যোগ্য প্রার্থী হিসেবে আমাকেই মনোনয়ন দিয়েছেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব এম এ মতিন বলেন, দীর্ঘ বছর ধরেই রাজনীতির পাশাপাশি নির্বাচনের মাঠেই আছি। জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও মেয়র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ করেছি একাধিকবার। এমপি নির্বাচনে আনোয়ারা ও পটিয়া আসন থেকে এবং দুইবার মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করেছি। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মেয়র প্রার্থী ওয়াহেদ মুরাদ বলেন, দীর্ঘ বছর ধরেই তৃণমূল থেকে সাংগঠনিক তৎপরতার মাধ্যমে বিভিন্ন কর্মকা  চালিয়ে আসছি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভোটার বলেন, তারা নিশ্চিত জানেন তারা নির্বাচনে জয়ী হবেন না। তারা নিজেদের স্বার্থের (!) জন্য নির্বাচনে বারবার অংশগ্রহণ করেন। প্রত্যেকেই রাজনীতির পাশাপাশি ব্যক্তিগত ব্যবসার সঙ্গে জড়িত। নিজেদের ব্যবসা-বাণিজ্য এবং দলের পদ-পদবি ঠিক রাখতেই তারা বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে থাকেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর