সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

দেশের স্বার্থে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনার দাবি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন ব্যবস্থায় বুদ্ধিবৃত্তিক দুর্নীতির সংমিশ্রণ ও চাতুর্যপূর্ণ হয়ে ওঠায় কোনো অনিয়ম প্রমাণ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যক্তিরা। তারা বলছেন, দেশের স্বার্থেই নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শনিবার ইনিশিয়েটিভ ফর দ্য প্রমোশন অব লিবারেল ডেমোক্র্যাসি (আইপিএলডি) আয়োজিত ‘শ্যাম নির্বাচন বনাম স্বচ্ছ নির্বাচন’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আইপিএলডি সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের সভাপতিত্বে সেমিনারে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, সাবেক সচিব আবদুল লতিফ ম ল, এহসান শামিম ও এ কে এম আবদুল আউয়াল মজুমদার, সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

 লিখিত বক্তব্যে সাবেক অতিরিক্ত সচিব মো. ফিরোজ মিয়া বলেন, বুদ্ধিবৃত্তিক দুর্নীতির সংমিশ্রণে শ্যাম নির্বাচন আরও চাতুর্যপূর্ণ রূপ ধারণ করেছে; যা প্রমাণ করা অত্যন্ত দুরূহ।

ড. সা’দত হুসাইন বলেন, যারাই ক্ষমতায় আসেন তারাই পরবর্তী নির্বাচনে কীভাবে জয় পাওয়া যায় সেই মেকানিজম করতে থাকেন। এসব বন্ধ হওয়া উচিত। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া থাকা দরকার। প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বলেন, রাজনৈতিক দলগুলোর যখন যে ক্ষমতায় ছিল, সেই ভুল পদক্ষেপ নিয়েছে। সেই অবস্থা চলতে চলতে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা হারিয়ে যাচ্ছে। আবদুল লতিফ ম ল বলেন, নির্বাচন ব্যবস্থায় মানুষের আস্থা কমে যাচ্ছে। নির্বাচনের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছেÑ এটা অশনিসংকেত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর