শিরোনাম
সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

ভেজালরোধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্যে ভেজাল রোধ ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে যেসব জায়গায় কৃষি পণ্য উৎপাদিত হয় সেগুলো সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয় এবং বাজার মনিটরিং করার সুপারিশ করা হয়। এছাড়া খাদ্য অধিদফতরের অধীন প্রতিষ্ঠানের ৩য় ও ৪র্থ শ্রেণির শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া  দ্রুত সম্পন্ন করার সুপারিশ করে কমিটি।

জাতীয় সংসদ ভবনে গতকাল খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির  সভাপতি  মোহাম্মদ নাসিম। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, হাজী  মো.  সেলিম, মো. আব্দুল হাই, আঞ্জুম সুলতানা এমপি বৈঠকে অংশ নেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে  মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় আসন্ন বোরো ধানের মৌসুমে দেশের ৬৪টি জেলা থেকে অ্যাপস এর মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বৈঠকে  জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা  নীতি, ২০২০ (খসড়া) সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সদস্যরা এ বিষয়ে কৃষি, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও অন্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ সভা করে এ বিষয়ে নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের জন্য পরামর্শ প্রদান করা হয়। বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর