বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

ফাঁকা হচ্ছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

ফাঁকা হচ্ছে ঢাকা

সপ্তাহের কর্মব্যস্ত দিনে গতকাল রাজধানীর নিউমার্কেট এলাকা ছিল প্রায় যানবাহনশূন্য -বাংলাদেশ প্রতিদিন

করোনাভাইরাস আতঙ্কে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টারসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় রাজধানী ছাড়ছেন নগরবাসী। নিরাপত্তার কথা ভেবে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অনেকেই নিজ নিজ গ্রামের বাড়ি চলে যাচ্ছেন। আবার ঢাকায় যাদের স্থায়ী বাস তারাও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। কেউ কেউ সে¦চ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছেন। আবার কেউ বাড়িতে অবস্থান করেই অফিসের কাজ সারছেন। এ অবস্থায় প্রায় ২ কোটি মানুষের শহরটি ক্রমেই ফাঁকা হয়ে আসছে। যাত্রী কমে যাওয়ায় বেসরকারি গণপরিবহন মালিকদের কেউ কেউ রাস্তায় এখন গাড়ি নামাচ্ছেন না। এতে চিরচেনা ঢাকার রাস্তাঘাটও এখন উধাও। করোনা আতঙ্কের মধ্যে সরকারের পক্ষ থেকেও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং জনসমাগম হয় এমন স্থানগুলো এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ঢাকার প্রধান সড়কগুলো ঘুরে দেখা যায়, সাধারণ কর্মব্যস্ত দিনের তুলনায় দু-তিন দিন ধরে রাস্তাঘাট বেশ ফাঁকা। যান চলাচলও কম। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সড়কে প্রাইভেট কার ও শিক্ষাপ্রতিষ্ঠানের বাসসহ শিক্ষার্থী বহনকারী অন্য যান চলছে না। অনেকেই ঘরের বাইরে না যাওয়ায় গণপরিবহনে সাধারণ যাত্রীও বেশ কমে গেছে। আতঙ্কের কারণে ঢাকার রেস্টুরেন্টগুলোয়ও যাচ্ছে না ভোজনরসিকরা। বলা যায়, এক প্রকার ক্রেতাশূন্য হয়ে পড়েছে ঢাকার বিভিন্ন রেস্টুরেন্ট। আবার শপিং মল ও মার্কেটগুলোয়ও সাধারণ সময়ের তুলনায় ক্রেতার উপস্থিতি কম। ভিড় নেই শহরের বিনোদন কেন্দ্রগুলোয়ও। এরই মধ্যে ঢাকাসহ সারা দেশের সিনেমা হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর