বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

ভাইরাস ঝুঁকিতে ২২ শতাংশ শিশু

দক্ষিণাঞ্চলে হাম-রুবেলার উদ্বেগ

সামছুজ্জামান শাহীন, খুলনা

২০১৯ সালে ভাইরাসজনিত হাম-রুবেলায় আক্রান্ত দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। ওই বছরে সারা দেশে হাম-রুবেলায় আক্রান্ত হয় ৪ হাজার ৭৩ জন। এদের মধ্যে ২৭ শতাংশই ছিল দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, ২০১৮, ২০১৯ সালে আক্রান্তদের ৬১ শতাংশ শিশুরই কোনো ধরনের প্রতিষেধক টিকা দেওয়া হয়নি। এ কারণে তারা ভাইরাসজনিত নানা রোগের ঝুঁকিতে রয়েছে।

জানা যায়, আক্রান্ত রোগীর হাঁচি-কাশির মাধ্যমে তার সংস্পর্শে আসা অন্যদের মধ্যেও হাম-রুবেলা দ্রুত ছড়ায়। হামের কারণে শিশুর নিউমোনিয়া, অপুষ্টি, অন্ধত্ব ও মৃত্যুর সম্ভাবনা থাকে। অপরদিকে রুবেলার কারণে ৯০ শতাংশ মায়ের গর্ভে থেকে শিশু আক্রান্ত, গর্ভপাত বা শিশুর জন্মগত জটিলতা দেখা যায়। হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদারের পরও এমআর ১ম ডোজ টিকার ক্ষেত্রে ৫-১৫ শতাংশ, ২য় ডোজ টিকার ক্ষেত্রে ১৫-২০ শতাংশ শিশু ড্রপ-আউট থেকে যাচ্ছে। এ কারণে ৪-৫ বছরের অরক্ষিত শিশুর সংখ্যা কয়েকগুণ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র প্রতিনিধি ডা. সৈয়দ আহসান রিজভী জানান, দক্ষিণাঞ্চলে শিশুদের হামে আক্রান্ত হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। অসচেতনতাসহ নানা কারণে ১৭ শতাংশ শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা যায়নি। এছাড়া টিকা দেওয়া হয়েছে এমন ৫ শতাংশ শিশুর ক্ষেত্রে প্রতিষেধক কাজ করে না। ফলে ২২ শতাংশ শিশু হাম-রুবেলায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ জানান, এ বছর খুলনা শহরে ১ লাখ ৮৫ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। কিন্তু করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় এ লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি বলেন, ১৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ৪৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাম-রুবেলার টিকা দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর