বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

নিখোঁজ সাংবাদিক কাজলকে ফেরত দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক

নিখোঁজ সাংবাদিক কাজলকে ফেরত দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তার সহকর্মী ও স্বজনরা -বাংলাদেশ প্রতিদিন

নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তার বন্ধু ও স্বজনরা। তারা বলেন, কাজল যদি কোনো অপরাধ করে থাকেন, তবে আইনের আওতায় এনে তার শাস্তির ব্যবস্থা করুন। কিন্তু অন্যায়ভাবে কাউকে ধরে নিয়ে যাওয়াটা যুক্তিসংগত নয়। তাকে দ্রুত সুস্থ অবস্থায় ফেরত দিন। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বন্ধু ও স্বজনদের আয়োজিত মানববন্ধন  নিখোঁজ সাংবাদিক থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ’৯০-এর ছাত্রনেতা শফি আহমেদ, কাজলের ছেলে মনোরম পলক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাবেক সভাপতি আবু জাফর সূর্য, আবদুল্লাহিল কাইয়ুম, সিরাজুমমুনীর, কাফি রতন, জায়েদ ইকবাল খান, শ্রমিকনেতা আবুল হোসাইন, নজরুল ইসলাম, অ্যাডভোকেট শওকত হোসেন প্রমুখ। আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও সাম্প্রতিক দেশকাল পত্রিকার সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ। কাজলের ছেলে মনোরম পলক বলেন, বর্তমান এই ডিজিটাল যুগে একজন মানুষকে খুঁজে পাওয়া কোনো কঠিন কাজ নয় সরকারের পক্ষে। তাই কথা একটাই- বাবাকে সুস্থ অবস্থায় ফেরত চাই। আর কিছু বলার নেই। ডিইউজে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বলেছেন, তিনি বিষয়টি গভীরভাবে দেখবেন। আমরা বিশ্বাস করতে চাই, কাজল অক্ষত অবস্থায় আমাদের মাঝে, তার পরিবারের মাঝে অতিদ্রুত ফিরে আসবেন। ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য বলেন, কাজলকে তার পরিবারের কাছে, সন্তানের কাছে দৃশ্যমান করতে হবে। নিজে আত্মগোপন করলেও রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে তার নাগরিককে খুঁজে বের করে সন্ধান দিতে হবে। মানববন্ধনে স্বজনরা বলেন, কাজলের স্ত্রী-পুত্র-কন্যা, আত্মীয়দের পাশাপাশি আমরা তার বন্ধু-স্বজন চরম উৎকণ্ঠায়। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সবার কাছে কাজলের দ্রুত সন্ধান ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর