বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

খুলনায় মিথ্যা মাদক মামলায় সাংবাদিককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় মাদক দিয়ে ফাঁসানোর মিথ্যা মামলায় স্থানীয় দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সাংবাদিক এমএ জলিলকে অব্যাহতি দিয়েছে আদালত। গতকাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ প্রদান করেন। একই সঙ্গে মিথ্যা মামলায় তাকে ফাঁসানোর অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ছায়েদুল হক শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত দুই কর্মকর্তা হচ্ছেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, খুলনার গোয়েন্দা পরিদর্শক পারভীন আক্তার ও মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম। জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কথিত  সোর্সের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ২০১৯ সালের ৭ জুলাই নগরীর মুসলমানপাড়া এলাকায় সাংবাদিক এমএ জলিলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির পাশের ড্রেন থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখিয়ে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর