বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

সবাইকে স্বাস্থ্যসচেতন হতে হবে

-পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, সবাইকে স্বাস্থ্যসচেতন হতে হবে। করোনাভাইরাস সংক্রমণ রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সচেতনতামূলক পদক্ষেপগুলোর প্রতি যত্নবান হতে হবে। তিনি বলেন, গবেষণায় বের হয়ে আসছে, পাঁচবার অজু করলে এবং নামাজ পড়লে করোনা হওয়ার সম্ভাবনা থাকে না। কাজেই ভীতসন্ত্রস্ত না হয়ে আল্লাহমুখী হতে হবে সবাইকে। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই এ কথা বলেন। করোনাভাইরাসকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে নামাজ ও মসজিদগুলোকে বন্ধ করে দেওয়ার সংবাদে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে পীর চরমোনাই আরও বলেন, করোনাভাইরাস আল্লাহর পক্ষ থেকে গজব হিসেবে দুনিয়ায় অবতীর্ণ হয়েছে, যেন এ থেকে মানুষ শিক্ষা নিয়ে পরবর্তীতে পরিশুদ্ধ জীবন পরিচালনা করে। কিন্তু অমুসলিম দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন্ন মুসলিম দেশও জুমার নামাজ বন্ধ করে দেওয়ার ঘটনা খুবই দুঃখজনক। তিনি বলেন, এসব বিপদে ধৈর্য না হারিয়ে আল্লাহর কাছে বেশি বেশি তওবা, ইস্তেগফার করা, কান্নাকাটি করাÑ যেন আল্লাহপাক এসব মুসিবত থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করেন। দোয়া করতে হলে তো একসঙ্গে অনেক মানুষ জমায়েত হতে হয়। কিন্তু যদি নামাজের জামাত বন্ধ করে দেওয়া হয়, তাহলে দোয়ার পথ রুদ্ধ হয়ে যায়। আর একাকী দোয়ার চেয়ে সম্মিলিত দোয়ার অনেক গুরুত্ব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর