শিরোনাম
শুক্রবার, ২০ মার্চ, ২০২০ ০০:০০ টা

ঝুঁকিতে ট্রেন যাত্রীরাও

করোনা নিয়ে নির্দেশনা রেলওয়ে প্রশাসনের

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

ঝুঁকিতে ট্রেন যাত্রীরাও

করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে ট্রেন যাত্রীরা। দেশে প্রতিদিন ৯ লাখ যাত্রী ট্রেন ভ্রমণ করছে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে প্রস্তুতি রাখতে নির্দেশনা দেওয়া হলেও বাস্তবে প্রস্তুতি নেই। প্রতিটি স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কথা বলা হলেও নেই উদ্যোগ। কমলাপুরসহ দুয়েকটি স্টেশন ছাড়া রেলের উদ্যোগে বসানো হয়নি থার্মার স্ক্যানার, হ্যান্ডওয়াশসহ প্রয়োজনীয় নানাবিধ উপকরণ। তেমনি অপ্রস্তুত চট্টগ্রামের সিআরবির হাসপাতাল। সরকার জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিলেও এখনো পর্যন্ত লাইন ধরে টিকিট সংগ্রহ, হুড়োহুড়ি ও গাদাগাদি করে হাতল ধরে ট্রেনে ওঠানামা, প্রতিটি কামরায় অতিরিক্ত যাত্রী বহন এবং কামরা ও টয়লেটগুলো অপরিচ্ছন্ন হওয়ায় করোনা ঝুঁকিতে ট্রেনযাত্রীরা। সরকারি নির্দেশনা থাকলেও ট্রেন চলাচল বন্ধ ছাড়া কীভাবে ট্রেন যাত্রীদের জনসমাগম এড়ানো যাবে তা সুস্পষ্ট করে বলেনি রেলওয়ে কর্তৃপক্ষ। তবে যাত্রীসেবা নিশ্চিতে এবং করোনাভাইরাস প্রতিরোধে যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার ও থার্মাল স্ক্যানের আওতায় আনা হচ্ছে বলে রেল সূত্রে নিশ্চিত করা হয়েছে। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, পর্যায়ক্রমে সব স্টেশনে প্রবেশ করা যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার ও থার্মাল স্ক্যানের আওতায় আনারও পরিকল্পনা নেওয়া হয়েছে। অবস্থা ভয়াবহ হলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জল হোসেন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে দফায় দফায় বৈঠক চলছে। প্রতিটি স্টেশনে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ, ব্যানার পোস্টার লাগানো শুরু হয়েছে। ট্রেনের ভিতরে এবং স্টেশনে থাকা ডিজিটাল মনিটরে সচেতনতামূলক ভিডিও ক্লিপ ছাড়া হচ্ছে। স্টেশন ও ট্রেন পরিষ্কার নিশ্চিত করতে মনিটরিং সেল করা হয়েছে। কারও গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ে মহাপরিচালক (ডিজি) শামছুজ্জামান বলেন, স্টেশন, ট্রেন সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও নিশ্চিত করতে হবে। যাদের গাফিলতি থাকবেÑ ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে মিলেই করোনাভাইরাস প্রতিরোধ করতে হবে। রেলযাত্রীদের আর কীভাবে সচেতন করা যায়, তা নিয়ে বারবার বৈঠক হচ্ছে। সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর