শুক্রবার, ২০ মার্চ, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রাম সিটি করপোরেশন সিএমপির রশি টানাটানি

নগরীতে পে-পার্কিং সিস্টেম চালু

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

ফ্লাইওভারের নিচে ‘পে-পার্কিং’ করার বিষয়ে রশি টানাটানি চলছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)-এর মধ্যে। পুলিশের দাবি, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সিডিএ এভিনিউতে যদি পে-পার্কিং সিস্টেম চালু হয় তাহলে নগরীর যানজট মারাত্মক আকার ধারণ করবে। এতে চরম দুর্ভোগে পড়তে পারেন সাধারণ মানুষ। তাই গণপরিবহনের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে পে-পার্কিং না করতে সিটি করপোরেশনের কাছে অনুরোধ করেছে সিএমপি। যদিও পুলিশের এ দাবি মানতে নারাজ চট্টগ্রাম সিটি করপোরেশন। জানা যায়, চট্টগ্রাম নগরে বিভিন্ন ধরনের আড়াই লাখের ওপর পরিবহন রয়েছে। পর্যাপ্ত সড়ক না থাকার কারণে প্রায়ই যানজট লেগে থাকে নগরীতে। এরই মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন সম্প্রতি আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচেসহ বিভিন্ন এলাকায় পে-পার্কিং করার উদ্যোগ নিয়েছে। সিটি করপোরেশনের এ উদ্যোগে বাদ সেধেছে সিএমপি।  সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম মোস্তাক আহমেদ খান বলেন, ‘সড়কের মধ্যে পে-পার্কিং করার কোনো যৌক্তিক কারণ দেখছি না। এতে যানজট ভয়াবহ আকার ধারণ করবে। পার্কিং যদি করতেই হয় তাহলে আলাদা জায়গায় করা যেতে পারে। কিন্তু তা কখনই সড়ক দখল করে নয়। আমরা জনগণের স্বার্থের কথা চিন্তা করেই এ বিষয়ে সিটি করপোরেশনকে অনুরোধ করেছি।’ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ সামসুদ্দোহা বলেন, ‘নগরীতে পে-পার্কিং সিস্টেম চালু করলে গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে। তাই আমরা পুরো নগরীতেই পে-পার্কিং সিস্টেম চালু করার পরিকল্পনা করছি। যদিও আমাদের এ পরিকল্পনার সঙ্গে দ্বিমত পোষণ করছে পুলিশ। বিষয়টা নিয়ে দুই পক্ষ বসে দ্বিমতের সুরাহা করব।’

সর্বশেষ খবর