শুক্রবার, ২০ মার্চ, ২০২০ ০০:০০ টা

বাদ পড়তে পারেন বিতর্কিতরা থাকছে না কোনো চমক

রাজশাহী নগর আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়েছে গত ১ মার্চ। এখন চলছে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া। আগে থেকেই সাবেক ছাত্রলীগ নেতারা দাবি জানিয়ে আসছেন বিতর্কিতদের বাদ দেওয়ার। কারা বাদ পড়ছেন, আর কারা থাকছেন- এ নিয়ে আলোচনা চলছে। বিতর্কিতদের বাদ দিতে একমত নতুন করে দায়িত্ব পাওয়া সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তবে নগর আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, এবারের কমিটিতে তেমন চমক থাকছে না। বিগত কমিটিতে যারা বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে এবারও তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একটি করে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। নারীদের অংশগ্রহণও বাড়ছে না। আগের কমিটিতে যে নারীরা ছিলেন, এবারও তাদেরই রাখা হচ্ছে। ফলে চমক ছাড়াই পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে নগর আওয়ামী লীগের। তবে নানা ইস্যুতে বিতর্কিতদের এবার বাদ দেওয়ার পক্ষে নতুন করে দায়িত্ব পাওয়া সভাপতি ও সাধারণ সম্পাদক। এক্ষেত্রে একাধিক নেতা আছেন সেই তালিকায়। বিতর্কিতদের বাদ দেওয়ার বিষয়ে এবার কঠোর হচ্ছেন সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার। নগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন জানান, পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগের কমিটির বেশির ভাগ নেতা এবারও কমিটিতে স্থান পাচ্ছেন। তবে বিতর্কিতদের এবার স্থান দেওয়া হচ্ছে না। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘এবার আমরা দলের জন্য ত্যাগী ও নিষ্ঠাবান নেতাকেই জায়গা দেব।’

সর্বশেষ খবর