শুক্রবার, ২০ মার্চ, ২০২০ ০০:০০ টা

পুলিশ সদর দফতরে ‘বঙ্গবন্ধু কর্নার’

নিজস্ব প্রতিবেদক

পুলিশ সদর দফতরে ‘বঙ্গবন্ধু কর্নার’

পুলিশ সদর দপ্তরে গতকাল ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন -বাংলাদেশ প্রতিদিন

পুলিশ সদর দফতরে স্থাপিত হলো ‘বঙ্গবন্ধু কর্নার’। গতকাল সকালে পুলিশ সদর দফতরের মূল ভবনের নিচ তলায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ‘বঙ্গবন্ধু কর্নার’-এর উদ্বোধন করেন। এ সময় র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, এসবি প্রধান অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, সিআইডি প্রধান অতিরিক্ত আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এসবিতে কর্মরত অতিরিক্ত আইজি মাহবুব হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদতবরণকারী সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বঙ্গবন্ধু কর্নারের প্রবেশমুখেই বঙ্গবন্ধুর তর্জনী উঁচিত ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ছবি। ভিতরের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর ঘটনাবহুল সংগ্রামী রাজনৈতিক ও পারিবারিক জীবনের দুর্লভ আলোকচিত্র। একপাশে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’। রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বিশিষ্ট লেখকদের বিভিন্ন বই।

এ সময় আইজিপি বলেন, শতবর্ষের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তাঁর স্মৃতির প্রতি সম্মান জানানোর জন্যই পুলিশ সদর দফতরে স্থাপন করা হয়েছে ‘বঙ্গবন্ধু কর্নার’।

পুলিশ সদর দফতরে আগত দর্শনার্থীরা ‘বঙ্গবন্ধু কর্নার’ ব্যবহার করবেন। তারা এখানে বসবেন। বঙ্গবন্ধুকে জানার চেষ্টা করবেন। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করবেন।

সর্বশেষ খবর