শুক্রবার, ২০ মার্চ, ২০২০ ০০:০০ টা
জাতীয় গ্রিডে ট্রিপ

উত্তরাঞ্চলে বৈদ্যুতিক গোলযোগ

নিজস্ব প্রতিবেদক

উত্তরাঞ্চলের দুটি ১৩২ কেভি লাইন ট্র্রিপ করায় গতকাল রাতে দেশের উত্তরের আট জেলা প্রায় এক ঘণ্টা অন্ধকারে নিমজ্জিত হয়। বড়পুকুরিয়া-রংপুর এবং বগুড়া-রংপুর এই দুটি লাইন ট্রিপ করায় রংপুর বিভাগের আট জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কর্তৃপক্ষ বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন।

বিপিডিবির জনসংযোগ পরিদফতরের পরিচালক সাইফুল হাসান চৌধুরী গতকাল রাতে বলেন, সন্ধ্যা সোয়া সাতটার দিকে দুটি লাইনের  ট্রিপের কারণে এই সংকট তৈরি হয়। গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রাপ্ত খবরে ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় বিদ্যুৎ চলে আসে। অবশিষ্ট এলাকায় রাতের মধ্যেই বিদ্যুৎ চলে আসবে বলে তিনি জানান। 

সর্বশেষ খবর