শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনার প্রভাব নৌপথে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

করোনার প্রভাব নৌপথে

করোনা আতঙ্কের প্রভাব পড়েছে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে চলাচলকারী নৌরুটে। আগে বিশেষ করে সপ্তাহের শুরু ও শেষ দিনে এই রুটের দুই প্রান্তে যাত্রীদের ব্যাপক চাপ থাকলেও গত বৃহস্পতিবার পরিস্থিতি ছিল অন্যরকম। গতকাল এর ব্যতিক্রম ছিল না, বরং বৃহস্পতিবারের চেয়ে গতকালের অবস্থা ছিল আরও আশঙ্কাজনক। বরিশাল-ঢাকা রুটের বিলাস বহুল লঞ্চের কেবিন সোনার হরিণের মতো হলেও উভয়প্রান্ত থেকে প্রতিটি লঞ্চের অন্তত ৩০ ভাগ কেবিন খালি গেছে। ডেক যাত্রীও ছিল তুলনামূলক কম। সদরঘাট থেকে দক্ষিণ-পশ্চিমের অন্যান্য রুটে এবং ঢাকামুখী লঞ্চগুলোতেও ছিল একই অবস্থা। বরিশাল-ঢাকা রুটের বিলাসবহুল এমভি সুন্দরবন-১০ লঞ্চের সুপারভাইজার মো. হারুনর রশিদ জানান, স্মরণকালে তাদের কোম্পানির  কোনো লঞ্চ খালি অবস্থায় গন্তব্যে যায়নি। প্রতিটি লঞ্চের অন্তত ৩০ ভাগ কেবিন যাত্রী কমেছে। ডেক যাত্রীও কম। এসবই করোনার প্রভাব বলে তিনি মনে করেন। একই চিত্র ছিল বরিশাল নদীবন্দর থেকে স্থানীয় রুটগুলোতে চলাচলকারী নৌযানসহ বরিশালের বিভিন্ন গণপরিবহনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর