শিরোনাম
রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা

অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে

-পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, করোনাভাইরাসের অজুহাতে দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা জনদুর্ভোগ সৃষ্টি করেছে। অসাধু ব্যবসায়ীদের এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে।  জনগণকে এ দুর্ভোগ থেকে      রক্ষা করা সরকারের কর্তব্য। অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে নিম্ন ও মধ্যবিত্তের মানুষকে বাঁচানোর জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই এ আহ্বান জানান। তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে মানুষ আতঙ্কিত। অথচ অসাধু ব্যবসায়ীরা এ নিয়ে ব্যবসা করছে। মানুষকে চুষে খাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে সমস্যা হলে সবকিছু ফ্রি করে দেয় এবং সহজলভ্য করে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে এর ভিন্ন চিত্র। মানুষ কীভাবে মানুষকে বিপদে ফেলে অধিক লাভ করবে সে চিন্তায় বিভোর থাকে। অবস্থা দেখে মনে হচ্ছে, যেন দেখার কেউ নেই। আল্লাহ পাক সবাইকে সহীহ এবং সঠিক বুঝ দান করুন এবং করোনাভাইরাস থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর