রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা

আদালতের কার্যক্রম সীমিত করার আহ্বান আইন সমিতির

আদালত প্রতিবেদক

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ব্যাপক জনসমাগম এড়ানোর লক্ষ্যে অধস্তন আদালতসমূহের কার্যক্রম সীমিত করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ আইন সমিতি। গতকাল ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সংগঠনের সাধারণ সম্পাদক কেশব রায় চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতসমূহে প্রতিদিন যে বিপুল সংখ্যক বিচারপ্রার্থী-জনগণ ও আইনজীবীসহ সংশ্লিষ্টদের জনসমাগম হয় তার সংখ্যা কারাবন্দী-আসামিদের তুলনায় কয়েক শ গুণ বেশি। আর ঢাকা ও চট্টগ্রামের অধস্তন আদালতসমূহে তো প্রতিদিন লক্ষাধিক লোকের জনসমাগম হয়, যা এই মুহূর্তে আদালত-সংশ্লিষ্ট সবার জন্যই উদ্বেগের বিষয়। বিজ্ঞপ্তিতে কমপক্ষে পরবর্তী দুই সপ্তাহের জন্য কেবল ম্যাজিস্ট্রেট আদালতসমূহে জামিন ও রিমান্ড শুনানির মতো অপরিহার্য বিষয়সমূহের ক্ষেত্রে সীমিত পরিসরে অধস্তন আদালতসমূহের কার্যক্রম চলমান রেখে অবশিষ্ট সব কার্যক্রম মুলতবি রাখতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানায় আইন সমিতি।

এর আগে বৃহস্পতিবার সারা দেশের নিম্ন আদালতে আসামিদের আদালতে হাজির না করতে এবং প্রয়োজনে মামলার কার্যক্রম মুলতবি করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। আদালত প্রাঙ্গণে লোকসমাগম কমাতে এ নির্দেশ দেন প্রধান বিচারপতি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর