সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

কোয়ারেন্টাইন মানতে নজরদারিতে প্রবাসীরা!

চট্টগ্রামে ৭ প্রবাসীর জরিমানা, কঠোর প্রশাসন

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

কোয়ারেন্টাইন মানতে নজরদারিতে প্রবাসীরা!

বিদেশফেরত চট্টগ্রামবাসীকে কঠোর নজরদারিতে এনেছে স্থানীয় প্রশাসন। দিন-রাত তাদের নজরদারি করা হচ্ছে। নিয়ম না মানায় জরিমানা করা হয়েছে ৭ প্রবাসীকে। তবে স্থানীয়রা বলছেন, বিদেশফেরত প্রবাসীরা চট্টগ্রামে এসে কোনো ধরনের নিয়মই মানছেন না। যে যার মতো করে চলাফেরা শুরু করেছেন। ফলে প্রবাসীদের কেউ এ ভাইরাসে আক্রান্ত হলে সেটি অন্যদের মধ্যেও ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বিদেশ থেকে এসে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে না থাকায় চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, আনোয়ারা, পটিয়া, লোহাগাড়া ও নগরীর ৭ প্রবাসীকে জরিমানা করা হয়েছে। এসব প্রবাসী গত ৮ থেকে ১৮ মার্চের মধ্যে দেশে এসেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে পৃথক অভিযানে ৬ প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে সতর্কও করেছে। চট্টগ্রামের হাটহাজারীর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন বলেন, বিদেশ থেকে আসা প্রবাসী ভাইদের যাছাই-বাছাই করেই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা রয়েছে। অনেক প্রবাসী তা না মেনে বাইরে ঘোরাফেরা করছেন। যারা অমান্য করছেন, তাদের জরিমানাও করা হচ্ছে। বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত বৃহস্পতিবার দুবাই থেকে একজন প্রবাসী দেশে এসেই বাইরে ঘুরাফেরা করছেন। একইভাবে আরেক যুবক সপ্তাহ আগে দেশে এসেছেন। এদের একজনের কয়েকদিন পরেই বিয়ের অনুষ্ঠান। দুজনের কেউ হোম কোয়ারেন্টাইনের বিধি না মেনে নানাবিধ সামাজিক আয়োজনে অংশ নিয়েছেন। তাদের জরিমানা করা হয়েছে। চট্টগ্রামে করোনায়       উচ্চ ঝুঁকিতে জানিয়ে সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী বলেছেন, নানা কারণে করোনার উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে চট্টগ্রাম। এখানে বিমানবন্দরের পাশাপাশি সমুদ্রবন্দর রয়েছে। প্রায় প্রতিটি উপজেলায় প্রবাসী লোকজনের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপ প্রবাসী নাগরিকের সংখ্যাও দেশের অন্য জেলার চেয়ে বেশি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর