সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

সার্কিট ব্রেকারেও দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সার্কিট ব্রেকারেও দরপতন শেয়ারবাজারে

শেয়ারবাজারের পতন ঠেকাতে নতুন সার্কিট ব্রেকার চালু করলেও গতকাল সপ্তাহের প্রথম দিনে দরপতন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের সবকটি মূল্যসূচক কমেছে। অব্যাহত দরপতনের হাত থেকে শেয়ারবাজার রক্ষা করতে গত বৃহস্পতিবার নতুন সার্কিট ব্রেকার চালু করা হয়। এ সার্কিট ব্রেকার নির্ধারণ করতে গিয়ে তিন দফা পেছানো হয় লেনদেন শুরুর সময়। জানা গেছে, নতুন নিয়মের কারণে লেনদেন শুরুর আগেই বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়ে যায়। ফলে বৃহস্পতিবার মাত্র আধাঘণ্টার লেনদেনেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বাড়ে ৩৭১ পয়েন্ট। তবে গতকালের লেনদেনে সূচক কমে যায়। লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট কমে তিন হাজার ৯৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৪৫ কোটি ৮৩ লাখ টাকা। এদিকে লেনদেনের শুরুতে কী পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে এবং কমেছে, সে তথ্য প্রকাশ হলেও মাঝে লেনদেন হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। ফলে দিনভর ডিএসইতে কতটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এবং কতটির দাম কমেছে বা বেড়েছে বা অপরিবর্তিত রয়েছে সে তথ্য পাওয়া যায়নি। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৩টি কোম্পানির শেয়ার।  লেনদেনের দশে ছিল মুন্নু সিরামিক, স্কয়ার ফার্মা, জেএমআই সিরিঞ্জ, ব্যাংক এশিয়া, আজিজ পাইপস, মুন্নু স্টাফলার, মার্কেন্টাইল ব্যাংক, কে অ্যান্ড কিউ, ডাচ্-বাংলা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক।

 অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে। বাজারটির সার্বিক মূল্যসূচক সিএএসপিআই আগের দিনের তুলনায় ৫২ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে পাঁচ কোটি ৫৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দাম বেড়েছে। বিপরীতে ১৬১টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর