সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা
আল্লামা শফীসহ আলেমদের বিবৃতি

করোনাভাইরাস থেকে মুক্তির জন্য তওবার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহর কাছে তওবার আহ্বান জানিয়েছেন আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীসহ দেশের শীর্ষ আলেম-ওলামারা। গতকাল এক যৌথ বিবৃতিতে তারা বলেন, সর্বপ্রথম যাবতীয় গুনাহ ও পাপাচার বর্জন করা এবং আল্লাহর কাছে অতীত গুনাহের জন্য তওবা ও ইস্তিগফার করা। পাঁচ ওয়াক্ত মসজিদের জামাতে ও জুমায় শরিক হওয়া এবং আল্লাহর কাছে এ আজাব হতে মুক্তির জন্য দোয়া করা। ফিতনার সময়ের জন্য হাদিসে বর্ণিত দোয়া ও আমলসমূহ সপরিবারে করা; অধিক পরিমাণে দোয়ায়ে ইউনুস পাঠ করা। আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বজায় রেখে আতঙ্কিত না হয়ে সতর্কতামূলক যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা। যারা করোনাভাইরাসে আক্রান্ত বা যাদের আক্রান্ত হওয়ার লক্ষণ আছে তাদের জনসমাগম ও মসজিদের জামাত থেকে বিরত থাকা। বিবৃতিতে বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস যে জটিল ও বিপজ্জনক আকার ধারণ করেছে তা নিঃসন্দেহে মহান আল্লাহ রব্বুল আলামিনের একটি পরীক্ষা ও আজাব। এটা মানুষের কৃতকর্মের ফল। আল্লাহতায়ালা এর দ্বারা মুমিনদের ইমানের পরীক্ষা নিচ্ছেন।

 বিবৃতিদাতা আলেম-ওলামারা হলেন- সর্ব মাওলানা আবদুল কুদ্দুছ, নূর হোসাইন কাসেমী, মুফতি মো. ওয়াক্কাস, মুহাম্মাদ নূরুল ইসলাম, আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর, আবদুল হামীদ (পীর সাহেব, মধুপর), রুহুল আমীন, শামসুল হক, আবদুল হালীম বুখারী, আবু তাহের নদভী, মুফতি শামসুদ্দীন জিয়া, মুহিব্বুল হক, আবদুল বছীর, আরশাদ রাহমানী, মাহমুদুল আলম, ফরীদ উদ্দীন মাসঊদ, মোহাম্মাদ আলী, সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মুছলেহুদ্দীন রাজু, মাহফুজুল হক, মুফতি জসীমুদ্দীন, আনাস মাদানী, আবদুর রহমান হাফেজ্জী, মুফতি নূরুল আমীন, উবায়দুর রহমান মাহবুব, মোশতাক আহমদ, নূরুল হুদা ফয়েজী, বাহাউদ্দীন যাকারিয়্যা, ছফিউল্লাহ, মুহাম্মাদ ইসমাইল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর