সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

জামিন ও জরুরি বিষয় ছাড়া নিম্ন আদালতের কার্যক্রম মুলতবি

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় নিয়ে অধস্তন আদালতে জামিন-অস্থায়ী নিষেধাজ্ঞার মতো জরুরি কোনো বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের মামলা মুলতবি রাখতে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত (কভিড-১৯) উ™ভূত পরিস্থিতিতে দেশের অধস্তন আদালতসমূহে অধিক সংখ্যক জনসমাগম পরিহার করা প্রয়োজন। এ উদ্দেশে দেশের অধস্তন আদালতসমূহ জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও অন্যান্য জরুরি বিষয় ছাড়া অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবি করা আবশ্যক। প্রধান বিচারপতির নির্দেশক্রমে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উল্লেখ করে অবিলম্বে তা কার্যকর হবে বলেও জানানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার অধস্তন আদালতে কারাবন্দীদের মামলার শুনানিতে হাজির করার বাধ্যবাধকতা শিথিল করেছে উচ্চ আদালত। এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে কারাগার থেকে কারাবন্দী-আসামিদের জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে আদালতে উপস্থিত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ কারণে জামিন শুনানি ও মামলার অন্যান্য কার্যক্রমে কারাবন্দী-আসামিদের কারাগার থেকে আদালতে হাজির না করার নির্দেশনা দিয়ে বলা হয়, কারাবন্দী-আসামিদের কারাগারে রেখে জামিন শুনানি করতে হবে। অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনে মামলার কার্যক্রম মুলতবি করতে হবে। এরপর গত শনিবার নি¤œ আদালতের কার্যক্রম সীমিত করার দাবি জানিয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করে বাংলাদেশ আইন সমিতি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর