সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা
চসিক নির্বাচন স্থগিত

করোনা ঠেকাতে মাঠে থাকবেন প্রার্থীরা

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিত হলেও ঘরে বসে থাকতে রাজি নন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সির পদপ্রার্থীরা। প্রচার-প্রচারণা বাদ দিয়ে করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে মাঠে নামার ঘোষণা দিয়েছেন তারা। এরই মধ্যে প্রার্থীদের কেউ কেউ নগরবাসীদের মধ্যে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু করেছেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম বলেন, ‘প্রচারণা বন্ধ থাকলেও আমরা করোনাভাইরাস বিষয়ক সচেতনতা  সৃষ্টি করতে কাজ করব। নগরবাসীর মাঝে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণের পরিকল্পনা রয়েছে আমাদের।’ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, ‘জাতির এ দুর্যোগ মুহূর্তে আর নির্বাচনী প্রচারণা নয়। আমাদের পরিকল্পনায় এখন করোনাভাইরাস ছাড়া আর কিছু নেই। আমরা প্রচারণা পরিহার করে জনগণের মাঝে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছি।’ বাংলাদেশি ইসলামী ফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী এম এ মতিন বলেন, নির্বাচন স্থগিত হওয়ায় আমরা আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা বন্ধ রাখব। তবে ছোট ছোট টিম করে ভোটারদের কাছে আমাদের লিফলেট ও নির্বাচনী প্রতিশ্রুতি পৌঁছে দেব। একই সঙ্গে ডিজিটাল প্রচারণা চালিয়ে যাব।’ চসিক নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে আলাপকালে জানা যায়, নির্বাচন স্থগিত হলেও ঘরে বসে থাকবেন না বেশির ভাগ মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী। তারা করোনাভাইরাস নিয়ে সচেতনতা তৈরি করতে কাজ করবেন। একই সঙ্গে করোনাভাইরাস প্রতিরোধক মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবেন তারা। অনানুষ্ঠানিক প্রচার-প্রচারণাও চালিয়ে যাবেন, তবে গণজমায়েত পরিহার করে নির্বাচনী প্রচারণা করবেন। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত ঘরোয়া বৈঠক করার পাশাপাশি ছোট ছোট টিম করে ভোটারদের কাছে লিফলেট ও নির্বাচনী ইশতেহার পৌঁছে দেবেন। মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ সব প্রার্থীই নির্বাচনে ডিজিটাল প্রচারণা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলায়মান সেলিম ও ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হারুন বলেন, ‘জনগণকে ঝুঁকির মধ্যে ফেলে নির্বাচনী প্রচার-প্রচারণা করব না। তবে নির্বাচনী প্রচারণার পরিবর্তে করোনাভাইরাস বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করব।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর