শিরোনাম
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

ফ্ল্যাটে ফ্ল্যাটে যাচ্ছেন কাউন্সিলররা

বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন

রফিকুল ইসলাম রনি

ফ্ল্যাটে ফ্ল্যাটে যাচ্ছেন কাউন্সিলররা

করোনাভাইরাস সংক্রমণ রোধে বিদেশফেরত ব্যক্তিদের ‘সেলফ হোম কোয়ারেন্টাইন’ নিশ্চিত করতে ফ্ল্যাটে ফ্ল্যাটে যাচ্ছেন ওয়ার্ড কাউন্সিলররা। গতকাল থেকে এই কার্যক্রম শুরু করেছেন তারা। জানা গেছে, ঢাকা সিভিল সার্জন অফিস, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন থেকে প্রাপ্ত বিদেশফেরত ব্যক্তিদের তালিকা ধরে এ কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে করোনা সতর্কতায় মাইকিংও করা হচ্ছে। দুই সিটির একাধিক কাউন্সিলরের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এরই মধ্যে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ওয়ার্ডভিত্তিক কমিটি করে দিয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলররা এর নেতৃত্বে আছেন। কমিটিতে স্থানীয় স্বাস্থ্য ও বর্জ্য বিভাগের কর্মীদের রাখা হয়েছে।  আরও জানা গেছে, বিদেশফেরত ব্যক্তিদের ‘সেলফ হোম কোয়ারেন্টাইন’ নিশ্চিত করতে তালিকা ধরে গতকাল ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল, ২০ ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির, ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রকৌশলী তৈমুর রেজা খোকন, ৪২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত (দায়িত্ব বুঝে পাননি) কাউন্সিলর আইয়ুব আনসার মিন্টু, ঢাকা দক্ষিণের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু, ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, ২০ নম্বরের বিদায়ী কাউন্সিলর অ্যাডভোকেট আবদুল হামিদসহ অনেকেই।  এ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জেলা সিভিল সার্জন অফিস ও সিটি করপোরেশন থেকে আমার ওয়ার্ডে বিদেশফেরত ব্যক্তিদের তালিকা দেওয়া হয়েছে। এ তালিকা ধরে সকালে কালাচাঁদপুরে ৬টি ফ্ল্যাটে পরিদর্শন করেছি। তারা ঠিকমতোই হোম কোয়ারেন্টাইন মেনে চলছেন। উত্তরের ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৈমুর রেজা খোকন বলেন, আমার ওয়ার্ডের সোনালীবাগের একটি বাসায় অতিসম্প্রতি ইতালি থেকে কয়েকজন ফিরেছেন- এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীসহ আঞ্চলিক কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। তাদের ফ্ল্যাটে তালা দেখে তারা ফেরত এসেছেন। ওই বাসিন্দারা গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুর গেছেন। এ ছাড়াও করোনা সতর্ক মোকাবিলায় মাইকিং করছি। ব্যক্তি উদ্যোগে মোড়ে মোড়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছি।  ঢাকা দক্ষিণের ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম অনু বলেন, বিদেশফেরত ব্যক্তিদের তালিকা অনুযায়ী তারা ঠিকমতো হোম কোয়ারেন্টাইন মেনে চলছেন কিনা তা তদারকি করছি। যদি কেউ নিদের্শনা মেনে না চলে তাহলে তাদের বিরুদ্ধে সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তাদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর