মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর

থার্মাল স্ক্যানার নেই, ২৪ ঘণ্টায় এসেছে ৩৭টি জাহাজ

ফারুক তাহের, চট্টগ্রাম

করোনা ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর

দেশে করোনা আক্রান্তের হার বেড়েছে। সরকারি হিসাবমতে- এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৩ জন আর কোয়ারেন্টাইনে রয়েছে ১৫ হাজার। এর মধ্যে চট্টগ্রামেই রয়েছে ৯৯৩ জন। অথচ এ অবস্থায়ও চট্টগ্রাম বন্দরে করোনাভাইরাস শনাক্তের কোনো থার্মাল স্ক্যানার নেই। চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরে সব ধরনের বিদেশি ফ্লাইট আসা বন্ধ হলেও চট্টগ্রাম সমুদ্রবন্দর খোলা রয়েছে। তাই নিয়মিত যাতায়াত রয়েছে সমুদ্রগামী জাহাজের। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৩৭টি জাহাজ এসেছে। যদিও বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশের পর থেকে দেশি-বিদেশি সব জাহাজের ক্যাপ্টেন বেতার নিয়ন্ত্রণ যোগাযোগের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে যোগাযোগ করে তাদের নাবিকের শারীরিক অবস্থা জানিয়ে দিচ্ছেন। এরপর বন্দরের বহির্নোঙরে আসার পর সরকারি মেডিকেল টিম গিয়ে নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করছেন কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে কি-না। তারপরও বর্তমানে করোনা ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম বন্দর।  গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বন্দরে আসা ৩৭টি জাহাজের মধ্যে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ রয়েছে ১২টি, মালয়েশিয়ার পতাকাবাহী জাহাজ রয়েছে চারটি এবং ইন্দোনেশিয়ার রয়েছে দুটি। এ ছাড়া অন্য জাহাজগুলো হংকংসহ বিভিন্ন দেশের। ফলে চট্টগ্রাম সমুদ্রবন্দর এ মুহূর্তে সবচেয়ে বেশি করোনাভাইরাস ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন সচেতনমহল। কারণ ভাইরাস শনাক্তে শুধু হ্যান্ডহেল্ড স্ক্যানার দিয়েই কাজ চলছে চট্টগ্রাম বন্দরে।

থার্মাল স্ক্যানার না থাকা প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, এখনো হ্যান্ডহেল্ড স্ক্যানার দিয়েই চলছে বন্দরে দেশের বাইরে থেকে আসা দেশি-বিদেশিদের ভাইরাস পরীক্ষা। তবে চট্টগ্রাম বন্দরে আসা জাহাজগুলোর সমস্ত নাবিকদের শারীরিক পরীক্ষার জন্য সরকারি ও বন্দরের মেডিকেল টিম গিয়ে বহির্নোঙরেই পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এরপরই বহির্নোঙরে অবস্থানের সুযোগ দেওয়া হচ্ছে। বন্দর ব্যবহারকারীদের অন্যতম প্রতিষ্ঠান সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, এতদিনেও বন্দরে করোনাভাইরাস শনাক্তে কোনো থার্মাল স্ক্যানার না থাকাটা অত্যন্ত দুঃখজনক বিষয়। দেশের প্রধান রাজস্ব আয়ের এই বন্দর ঝুঁকিতে থাকা মানে পুরো দেশ ঝুঁকিতে থাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর