মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর আর নেই

বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর আর নেই

ভাষাসংগ্রামী, লেখক, গবেষক, কথাসাহিত্যিক ও রাষ্ট্রবিজ্ঞানী বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর গতকাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুপুরে গুলশানে নিজ বাসভবনে বার্ধ্যক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। চাঁদপুরের কচুয়া উপজেলার গুলবাহার গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই শিক্ষাবিদের কর্মময় জীবন আমাদের সবাইকে অনুপ্রেরণা জুগিয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদও গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত। এ ছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশন, আবৃত্তি সমন্বয় পরিষদ, পথনাটক পরিষদ, চারুশিল্পী সংসদ ও শর্টফিল্ম ফোরাম পৃথক পৃথক শোক প্রকাশ করেছেন।

বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন। এ ছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ছিলেন। তিনি সমাজ নিরীক্ষণ কেন্দ্রেরও পরিচালক ছিলেন। দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেছেন তিনি। তার মোট প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১০২টি। ছোটগল্পে অবদানের জন্য তিনি ১৯৬৯ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। একুশে পদকে ভূষিত হন ২০০৯ সালে।

চাঁদপুরের কচুয়া উপজেলার গুলবাহার গ্রামে ১৯৩৬ সালের ৯ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর