মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

মীরকাদিমে মানুষের হাতে হাতে মাস্ক স্যানিটাইজার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সদর উপজেলার মীরকাদিমসহ আশপাশের গ্রামে মানুষের হাতে হাতে মাস্ক ও স্যানিটাইজার। বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের উদ্যোগে এসব মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন মীরকাদিমের সচেতন মানুষ। গতকাল বেলা ১১টায় সিপাহিপাড়া, মুক্তারপুর, নগরকসবা, মিরাপাড়া, বৌবাজার, রামগোপালপুরসহ বিভিন্ন এলাকায় এসব মাস্ক বিতরণ করা হয়। এ সময় স্থানীয় সমাজসেবক সাইফুল ইসলাম, বিপ্লব মাহমুদ, কাউসার আহম্মেদ, ইভা ইসলাম, কনিকা আক্তারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সাইফুল ইসলাম বলেন, ‘মাহবুব সাহেব একজন প্রচারবিমুখ মানুষ। এজন্য তিনি নিজে উপস্থিত নেই। তবে তিনি নিজে একটি প্রতিষ্ঠিত গার্মেন্ট থেকে এক্সপোর্ট কোয়ালিটি এসব মাস্ক বানিয়ে এনেছেন এলাকার মানুষের জন্য। গত কয়েকদিন ধরেই আমরা এলাকায়   হেক্সিসল, স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করছি। আজকে আমরা ৫ হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছি। তিনি আমাদের জানিয়েছেন প্রয়োজন হলে আরও উপকরণ সরবরাহ করা হবে।’

সর্বশেষ খবর