মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

শেয়ারবাজারে উত্থান

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে উত্থান

শেয়ারবাজারের পতন থামাতে চালু করা নতুন সার্কিট ব্রেকারের কারণে গতকাল বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত থাকে। তবে কিছুসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে মূল্য সূচক। সেই সঙ্গে লেনদেনও বেড়েছে। এদিকে করোনাভাইরাসের কারণে ব্রোকারেজ হাউসে না এসে অনলাইন বা ইন্টারনেট ডিভাইসের মাধ্যমে শেয়ার লেনদেনের আহ্বান জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। জানা গেছে, সারা বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতির ভয়াবহতায় বাংলাদেশে বিশেষ সতর্কতার স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, বিপণি বিতান লকডাউন এবং সভা-সমাবেশ সীমিতকরণের পাশাপাশি ডিএসই লেনদেনের সময়সূচি কমিয়ে এনেছে। নতুন সময়সূচি অনুযায়ী ১৯ মার্চ থেকে লেনদেনের সময়সূচি সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত করা হয়েছে। সতর্কতার অংশ হিসেবে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ব্রোকারেজ হাউসে মোবাইল অ্যাপ্লিকেশন এবং অন্য ইন্টারনেটভিত্তিক ডিভাইসগুলোর মাধ্যমে লেনদেন করার বিষয়ে অনুরোধ জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।  ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে গতকাল ৩ হাজার ৯৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দাম কমেছে ৪৭টির। দাম অপরিবর্তিত রয়েছে ২০৮টির। লেনদেন হয়েছে ২৫৪ কোটি ৩০ লাখ টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই আগের দিনের তুলনায় বেড়েছে ৮৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ৫ কোটি ৯০ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির দাম বেড়েছে। দাম কমেছে ১২টির। ১৩৮টির দাম অপরিবর্তিত থাকে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর