মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা সংকট কাটাতে সিআরআর কমাল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে ব্যাংকগুলোর নগদ জমার হার (সিআরআর) কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সিদ্ধান্তে বলা হয়েছে তফসিলি ব্যাংকগুলোর (শরীয়াহ ভিত্তিক ব্যাংকসহ) নগদ জমা সংরক্ষণের হার দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে হবে পাঁচ শতাংশ। দৈনিক ভিত্তিতে ন্যূনতম হার হবে ৪ দশমিক ৫ শতাংশ। যা আগে ছিল যথাক্রমে ৫ দশমিক ৫ শতাংশ  এবং  ৫ শতাংশ। এছাড়া বাংলাদেশ ব্যাংকের রেপো সুদহার বিদ্যমান বার্ষিক ৬ শতাংশ থেকে ২৫ বেসিস পয়েন্ট হ্রাস করে শতকরা ৫ দশমিক ৭৫ ভাগ করা হয়েছে। যা ২৪ মার্চ থেকে কার্যকর হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর