মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

সার্ক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্মেলন ২৬ মার্চ

নিজস্ব প্রতিবেদক ও নয়াদিল্লি প্রতিনিধি

করোনাভাইরাসের বিস্তার বন্ধে সার্কভুক্ত দেশগুলোর স্বাস্থ্য বিশেষজ্ঞরা ২৬ মার্চ ভিডিও কনফারেন্স করবেন। গতকাল ভারত এই কনফারেন্সের প্রস্তাব দেয়। এর আগে ভারতের প্রস্তাবে সার্ক সরকারপ্রধানরা ১৫ মার্চ ভিডিও কনফারেন্সে মিলিত হয়ে করোনা মহামারী প্রতিকারে করণীয় বিষয়ে মতবিনিময় করেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব দিয়েছিলেন এরপর সার্ক দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রী অথবা স্বাস্থ্য বিশেষজ্ঞরা একে অপরের অভিজ্ঞতা বিনিময় করবেন। যাতে এই করোনা মহামারী মোকাবিলা করা যায়। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, করোনাভাইরাস মোকাবিলার জন্য সার্ক তহবিল গঠন করতে।

তাতে ভারত ১০ মিলিয়ন ডলার লগ্নি করবে। পাকিস্তান বাদে অন্য দেশগুলো আর্থিক সাহায্য ঘোষণা করেছে। যার মধ্যে বাংলাদেশ ১.৫ মিলিয়ন, শ্রীলঙ্কা ৫ মিলিয়ন, নেপাল ও আফগানিস্তান ১ মিলিয়ন করে, মালদ্বীপ দুই লাখ এবং ভুটান এক লাখ ডলার দেবে। এই অর্থে প্রত্যেক সার্ক দেশ তাদের প্রয়োজন মতো ব্যবহার করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর