বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

পূর্বাচলে ৯৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সিকদার গ্রুপ

নিজস্ব প্রতিবেদক

পূর্বাচলে ৯৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সিকদার গ্রুপ

রাজধানীর পূর্বাচল এলাকায় সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিকট (সিবিডি) প্রকল্প পরিদর্শন করেছেন সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর নতুন শহর পূর্বাচল এলাকায় সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিকট (সিবিডি) প্রকল্প পরিদর্শন করেছেন সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। সোমবার দেশসেরা এই দুই ব্যবসায়ী গ্রুপের দুই কর্ণধার এ অঞ্চলের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় দেশের উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে তাঁরা তাদের বিনিয়োগ অব্যাহত রাখা হবে বলে জানান। পূর্বাচলে ৯৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপ। ২০১৮ সালে ‘সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিকট’ (সিবিডি) নির্মাণের লক্ষ্যে পূর্বাচল নতুন টাউনশিপ প্রকল্পের ১৯ নম্বর সেক্টরে মোট ১১৪ একর জমি বরাদ্দ পায় পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড এবং কাজিমার করপোরেশন। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৯৬ হাজার কোটি টাকা। যার মধ্যে ৬০ হাজার কোটি টাকাই বৈদেশিক বিনিয়োগের প্রতিশ্রুত ইতিমধ্যে পাওয়া গেছে। আর নির্মাণের প্রথম দুই বছরে নির্মাণ সামগ্রী বাবদ ৩০,০০০ কোটি টাকা খরচ করা হবে। সোমবার দুপুরে পূর্বাচল উপশহরের পূর্বাচল নিউটাউন এরিয়া ‘সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিকট’ (সিবিডি) প্রকল্প পরিদর্শন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
এ সময় সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার, জেডএইচ সিকদার ওম্যানস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান মিসেস মনোয়ারা সিকদার, সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার উপস্থিত ছিলেন। এ সময় তারা প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। ১১১ তলা বিশিষ্ট আইকনিক লিগ্যাসি টাওয়ারসহ মোট ৪২টি আকাশচুম্বী স্থাপনা নির্মাণ করা হবে এখানে।
যেখানে ৯৬তম তলাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উৎসর্গ করা হয়েছে। আর ৭১ তলা বিশিষ্ট ভবনটি হবে ১৯৭১ সালের যুদ্ধের স্মৃতি নিদর্শন। এ ছাড়া ৫২ তলা সুউচ্চ ভবনটিতে তুলে ধরা হবে ১৯৫২ সালের ত্যাগ ও মহিমার নিদর্শন। ১১৪ একর জমির পুরো প্রকল্পটি একটি আধুনিক ও উচ্চ প্রযুক্তি সুরক্ষা প্রাচীর স্থাপন করা হবে। সর্বোপরি এ মহাযজ্ঞটি দ্রুত বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন উপস্থিত প্রকল্প সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর