বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

সর্বদা পবিত্র ও পরিচ্ছন্ন থাকতে হবে

----- পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, এ মুহূর্তে আমাদের সবার উচিত, মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অশ্লীলতা থেকে বিরত থাকা, সর্বদা পবিত্র ও পরিচ্ছন্ন থাকা। গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। বিবৃতিতে পীর চরমোনাই আরও বলেন, ইসলাম একটি সর্বজনীন জীবন ব্যবস্থা। মানব জীবনের প্রত্যেক সমস্যার সমাধান আছে বলে এই জীবন ব্যবস্থা সকল যুগের সকল মানুষের উপযোগী। ব্যাপক হারে মানুষ আল্লাহ তায়ালার অবাধ্য হলে আল্লাহ পৃথিবীতে গজব নাজিল করেন, যাতে মানুষ তাদের ভুল বুঝতে পেরে তওবার মাধ্যমে আবার ফিরে আসতে পারে। এ প্রসঙ্গে আল্লাহতায়ালা বলেছেন, ‘জলে ও স্থলে বিপর্যয়, তা মানুষের হস্ত অর্জিত কর্মফল’ সূরা আর রূম-৪১। যে কোনো মহামারী থেকে বাঁচতে প্রথম ও প্রধান শর্ত হচ্ছে নিজেদের কৃতকর্ম থেকে তওবা করা এবং বেশি বেশি ইস্তেগফার করা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর