বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

‘নোয়াব’কে সার্কুলেশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

পত্রিকা পড়ে করোনা সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য নিউজ পেপার ওনার’স অ্যাসোসিয়েশন-নোয়াবের আহ্বানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে সারা দেশে এজেন্ট ও হকাররা যাতে সঠিক সময়ে পত্রিকা পাঠকের হাতে পৌঁছে দিতে পারে সেজন্য বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। গতকাল প্রথম আলো কার্যালয়ে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর সিদ্ধান্ত হয় যে, সারা দেশের এজেন্ট ও হকারদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হবে। নোয়াবের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লি., সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি., বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি সমন্বিতভাবে পাঠকের কাছে যথাসময়ে পত্রিকা পৌঁছে দিতে যথাসম্ভব সবকিছু করবে বলে সভায় জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ বি এম জাকারিয়া, অরূপ কুমার ঘোষ, মাসুদ বুলবুল, নরেশ কুমার বিশ্বাস, মো. সিরাজুল ইসলাম, মো. মাহবুব হোসেন, মো. বিললাল হোসাইন, মো. আরিফুল ইসলাম, মো. মাসুদ খান চৌধুরী, আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির, মো. হারুনূর রশিদ, হাসান মাহমুদ, শেখ হেলাল উদ্দিন অপু, আলী আমজাদ মারুফ, আনিসুর রহমান, তছলিম চৌধুরী, মো. সাইফুল ইসলাম, সোহেল আহমেদ প্রমুখ।

সর্বশেষ খবর