বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা
করোনা রোগীর চিকিৎসা

আইসিইউ সামগ্রী শুল্কমুক্ত সুবিধা দাবি

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা খরচ কমাতে হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্র- আইসিইউ-তে ব্যবহৃত সামগ্রী আমদানিতে জরুরি ভিত্তিতে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)। বেসরকারি হাসাপাতাল মালিকদের এই সংগঠনটি বলেছে, সারা দেশে হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউ সুবিধা নেই। অথচ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুচিকিৎসার জন্য আইসিইউ জরুরি। তাই আইসিইউতে ভেন্টিলেটর আমদানিতে দ্রুত শূন্য শুল্ক সুবিধা চাই। গতকাল রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত প্রাক- বাজেট সভায় এই প্রস্তাব দিয়েছে বিপিএমসিএ। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন আনোয়ার খান মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এমপি, বিপিএমসিএ সভাপতি এম এ মুবিন খান, ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মাইনুল ইসলাম, ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেন প্রমুখ। ওই প্রাক-বাজেট আলোচনায় বিপিএমসিএ সভাপতি এম এ মুবিন খান বলেন, মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীর চিকিৎসায় ব্যবহৃত যে সব যন্ত্রপাতি ও জীবন রক্ষাকারী ওষুধ দেশে তৈরি হয় না, তা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চাই। এ সুবিধা পেলে আরও কম খরচে বা কিছু ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসা দেওয়া সম্ভব। আগামী ২০২০-২১ অর্থবছরে বেসরকারি মেডিকেল কলেজে আরোপিত ১৫ শতাংশ কর পরিহার চাই। জনসাধারণের জন্য কর ব্যবস্থা আরও সহজ ও উন্নত করার দাবি করছি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর